ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রেকর্ড ভাঙবে ‘অঙ্গার’!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রেকর্ড ভাঙবে ‘অঙ্গার’!

একটি টিজার ও দুটি গানের ভিডিও প্রকাশ হয়েছে, এরই মধ্যে আলোচনা তৈরি করেছে নতুন ছবি ‘অঙ্গার’। নবাগত জলির সঙ্গে এতে নায়ক হিসেবে আছেন ওপারের ওম।

এটাই নতুন বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হবে বলে আশাবাদ ব্যক্ত করলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের পাশাপাশি ছবিটির সঙ্গে যুক্ত আছে ভারতের এসকে মুভিজ।

ছবিটি সম্পর্কে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘১০ বছরের বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে ছবিটি। ’ তিনি ফেসবুকে লিখেছেন, “জলি ও ‘অঙ্গার’ আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে। ”

নতুন বছরের মধ্য জানুয়ারিতে মুক্তি পাবে ‘অঙ্গার’। এর কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

** ‘অঙ্গার’ ছবির ‘মনের ভিতরে’ গানের ভিডিও :


** ‘অঙ্গার’ ছবির টিজার :

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।