ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুকে দিয়ে সিরিজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আইয়ুব বাচ্চুকে দিয়ে সিরিজ শুরু আইয়ুব বাচ্চু/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশীয় সংগীতের আইকনদের নিয়ে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন শুরু করেছে ‘জিপি মিউজিক আইকন সিরিজ কনসার্ট’। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় গ্রামীণফোন ভবনে এই সিরিজের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়।

এতে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। তাকে দিয়েই শুরু হলো গ্রামীণফোনের এ সিরিজ আয়োজন।

এলআরবির দলনেতা, ভোকাল ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু বলছেন, ‘দীর্ঘ সময়ে সংগীতের নানা আয়োজনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। তবে এ উদ্যোগটি অন্যরকম লেগেছে। ’ অনুষ্ঠানে নিজের ‘জীবনের গল্প’ অ্যালবাম থেকে বেশকিছু গান করেন তিনি। ছিলো জনপ্রিয় গানও।

কনসার্টে গানের পাশাপাশি পাইরেসির প্রতিরোধের প্রয়োজনীয়তার কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন আইয়ুব বাচ্চু। উপস্থাপনায় ছিলেন আমব্রিন। সন্ধ্যা থেকে শুরু হয়ে কনসার্ট চলে রাত ৯টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।