ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেশের গানের ভিডিওতে হৃদয় খান ও ভক্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
দেশের গানের ভিডিওতে হৃদয় খান ও ভক্তরা হৃদয় খান

প্রথমবারের মতো ‘বাংলাদেশ তোমারই জন্য’ শিরোনামে দেশের গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। গানটি নিয়ে শুরু থেকেই তিনি উচ্ছ্বসিত।

এই আনন্দে সামিল হয়েছেন হৃদয়ের ভক্তরাও। তার ঘোষণা অনুযায়ী গানটির কোরাস অংশ গেয়ে ভিডিও ক্লিপস পাঠিয়েছিলেন ভক্তরা। গানটির ভিডিওতে হৃদয় রেখেছেন তাদেরও।   

ক’দিন আগে গানটি রেকর্ডিং করেছিলেন সংগীতশিল্পী হৃদয় খান। এর মধ্যে তিনি নির্মাণ করেছেন মিউজিক ভিডিও। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) থেকে গানটির প্রচার শুরু হয়েছে কয়েকটি টিভি চ্যানেলে। পাশাপাশি এটি আছে ইউটিউবেও।  

‘বাংলাদেশ তোমারই জন্য’ গানটির কথা লিখেছেন কবির বকুল। এতে সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন হৃদয়।

** হৃদয় খানের ‘বাংলাদেশ তোমারই জন্য’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।