ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এখনই মা হতে চান না সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এখনই মা হতে চান না সানি সানি লিওন

‘মা হতে চান’- এমন শিরোনামে সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছিলেন সানি লিওন। এইতো ক’দিন আগে নিজেই এমনটা জানিয়েছিলেন।

এখন আবার জানিয়েছেন, না আপাতত নয়, ভবিষ্যতে মা হতে চান তিনি।  

সানি জানান, আপাতত তার মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলিউড ক্যারিয়ারই এখন তার ধ্যানজ্ঞান। ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেত্রী বলেছেন, ‘মা হওয়ার কথা এখনই ভাবছি না। একজন নারী হিসেবে এটা আমি চাই, ঠিক। কিন্তু এখনই নয়। ’

একাদশ গিল্ড অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানি এমনটা জানিয়েছেন।

সানি লিওনের নতুন ছবি ‘মাস্তিজাদে’। মিলাপ জাভেরি পরিচালিত ছবিটি অ্যাডাল্ট কমেডি ধাঁচের। ২০১৬ সালের ২৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।