ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

বিনোদন

‘আমার কোনো ভালোবাসা দিবস নেই’, কেন বললেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
‘আমার কোনো ভালোবাসা দিবস নেই’, কেন বললেন তানজিন তিশা তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন, প্রেমজীবন নিয়ে আগ্রহের কমতি নেই তার ভক্তদের।

যদিও নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না তিশা। এমনকী ভালোবাসা দিবসও উদযাপন করেন না তিন বছর ধরে। সম্প্রতি এমনটাই জানালেন তিশা।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে হাজির হন তিশা। সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ভালোবাসা দিবস নিয়ে। উত্তরে অভিনেত্রী জানান, গেল তিন বছর ধরে তার জীবনে ভালোবাসা বলতে কিছু নেই।

কারণ হিসেবে এই তানজিন তিশা বলেন, লাস্ট তিন বছর আমার কোনো ১৪ ফেব্রুয়ারি নেই। কারণ আমার বাবা চলে গেছেন ১২ তারিখে। ১২, ১৩, ১৪ তারিখ আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরের ওখানেই থাকতে পছন্দ করি। তাই আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারব না। তবে কাজ করেছি কিছু। আশা করি সবার ভাল লাগবে।

জীবনের উত্থান পতন সম্পর্কে অভিনেত্রী বলেন, উত্থান পতন সব জায়গায় থাকে। সব জায়গায় ছিল। আমি সবসময় ভালোটা পিক করি। খারাপটা না।

সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে তানজিন তিশার ‘নরসুন্দরী’। নাটকটির জন্য পুরস্কারও পেয়েছেন তিশা।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।