ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকার দর্শকরা বিনামূল্যে দেখতে পাবে চঞ্চলের ‘পদাতিক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
ঢাকার দর্শকরা বিনামূল্যে দেখতে পাবে চঞ্চলের ‘পদাতিক’

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পায় ‘পদাতিক’।

একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ মিলছে। তাও সেটি বিনামূল্যে।  

সেই সুযোগ এনে দিয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে সৃজিত মুখার্জীর এই সিনেমাটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘পদাতিক’ দেখতে পারবেন দর্শক।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনেমা শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। উপস্থিত থাকতে পারেন নির্মাতা সৃজিতসহ সিনেমার কলাকুশলীরা।

‘পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।