ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

নতুন বছরের প্রথম সিনেমা, মুক্তি পেল ‘মধ্যবিত্ত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
নতুন বছরের প্রথম সিনেমা, মুক্তি পেল ‘মধ্যবিত্ত’

বছরের প্রথম সিনেমা হিসেবে শুক্রবার (৩ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘মধ্যবিত্ত’। তানভীর হাসান নির্মিত সিনেমাটি দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘মধ্যবিত্ত’র গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। নির্মাতার কথায়, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনও শ্রেণীর চরিত্র বাদ যায়নি সিনেমাটিতে।

এতে অভিনয় করেছেন নবাগত শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ।

নির্মাতা তানভীর হাসান বলেন, অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। এতে শ্রেণীবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।

সিনেমাটি চলতি সপ্তাহে যে ১৩টি হলে দেখা যাবে তার মধ্যে রয়েছে- রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, উত্তরার ম্যাজিক মুভি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, দিনাজপুরের মডার্ন সিনেমা, সাপাহারের নসীব সিনেমা, কুলিয়ার চরে রাজ সিনেমা, গোপালদীর চলন্তিকা, টেকের হাটের সোনালী, মধুপুরের মাধবী সিনেপ্লেক্স, ময়মনসিংহের পূরবী সিনেমা ও ফরিদপুরের বনলতা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।