ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

পাঠ্যবইয়ে জুলাই বিদ্রোহের র‌্যাপার হান্নান-সেজান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
পাঠ্যবইয়ে জুলাই বিদ্রোহের র‌্যাপার হান্নান-সেজান! হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজানে

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান করেছিলো যেসব গান, তারমধ্যে দুটি র‌্যাপ সং বিশেষ উল্লেখযোগ্য। একটি তরুণ র‌্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ এবং অন্যটি মোহাম্মদ সেজানের ‘কথা ক’।

সেই দুই গানের সুবাধে হান্নান ও সেজান এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়ে।

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিকের অনলাইন ভার্সনে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম শ্রেণির পাঠ্যবইতে স্থান পেয়েছে তরুণ দুই র‌্যাপার হান্নান ও সেজানের কথা। সপ্তম শ্রেণির পাঠ্যবইতে বলা হয়েছে, “আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন। ”

‘নতুন প্রজন্ম’ শিরোনামে ইংরেজি পাঠ্যবইয়ের সেই লেখায় বলা হয়েছে, “তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম। ”

নারায়ণগঞ্জের তরুণ র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ১২ দিন কারাবাস শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এ ছাড়া ১৬ জুলাই প্রকাশের পরপরই সেজানের ‘কথা ক’ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।