ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

জানা গেল সিয়ামের সাত মাস চুল না কাটার কারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
জানা গেল সিয়ামের সাত মাস চুল না কাটার কারণ চিত্রনায়ক সিয়াম আহমেদ

গেল বছর নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির খবর সামনে আনা হয়।

যেটার নাম ‘জংলি’। গেল ঈদে এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। তবে বছরের প্রথমদিন নায়ক জানিয়ে দিলেন, চলতি বছর সিনেমা হলে আসছে ‘জংলি’।

এই সিনেমার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন সিয়াম। তাই ‘জংলি’র চরিত্রটা গেল এক বছর ধরে আগলে রেখেছেন তিনি। চরিত্র হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই নায়ক।

নিজের লুকের একটি ছবি ফেসবুকে শেয়ার করে সিয়াম আহমেদ লেখেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে  চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।

সিয়ামের ভাষ্য, ২০২৪ সালে সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি ২০২৫ সালে। আপনারা সিনেমা হলে আসবেন। আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমা হলে বসে। এটাই আমার কামনা। দারুণ চমক নিয়েই ‘জংলি’ আসছে ২০২৫ সালে।  

‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। যিনি এর আগে একই নায়ককে নিয়ে নির্মাণ করেছিলেন ‘শান’। নতুন এই সিনেমাটিতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সব কিছুই রয়েছে। সিনেমার শুটিং শেষে ভারতে পোস্ট প্রডাকশনের কাজও শেষ।  

‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।