ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

 ‘ম্যাজিক’ দেখাবেন বলে রহস্য রেখে দিলেন আশফাক নিপুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
 ‘ম্যাজিক’ দেখাবেন বলে রহস্য রেখে দিলেন আশফাক নিপুণ

হঠাৎ সামাজিকমাধ্যমে একটা কথা ছড়িয়ে পড়েছে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ নাকি ম্যাজিক দেখাবে! কিন্তু ওয়েব সিরিজ ছেড়ে হঠাৎ করে ম্যাজিক কেন, সাউন্ড ডিজাইনার ও রেকর্ডিস্ট রিপণ নাথের মতো প্রশ্নটা অনেকেরই।

এমনকি আশফাক নিপুণের স্ত্রী সঙ্গীতশিল্পী এলিটা করিমও অভিযোগের সুরে তাকে ট্যাগ করে ফেসবুকে লেখেন, ‘Ashfaque Nipun, আরেকদিন আরেকদিন করে আর কতো পাশ কাটাবা? ঠিক করে বলো ম্যাজিকটা কবে দেখাচ্ছো?’    

আশফাক নিপুণের ভাইবেরাদর ও তারকাদের অনেকেই এটা নিয়ে বেশ কৌতূহলী।

আশফাক নিপুণ কি আসলেই ম্যাজিক দেখাবেন! এমন সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। ফিল্মমেকার ফাহাদ খান তার ওয়ালে লেখেন, ‘ভাই…শিওর ম্যাজিক দেখাচ্ছো তো? Can’t wait anymore…!’  অন্যদিকে ইফতেখার ফাহমি লেখেন, ‘সবাই বলতেছে আশফাক নিপুণ ম্যাজিক দেখাবে। ঘটনা কি সত্যি?’ 

তবে প্রকৃত ঘটনা আসলে কী, আশফাক নিপুণের কাছ থেকে তা পুরোপুরি জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানতে পারি, খুব শিগগিরই সে নাকি ম্যাজিক দেখাবে। কিন্তু ‘মহানগর ৩’ রিলিজ না দিয়ে কেন ম্যাজিক দেখানোর কথা ভাবছেন, কিংবা কীসের ম্যাজিক দেখাবেন, এ বিষয়ে কিছু স্পষ্ট করে জানা যায়নি।  

আশরাফ নিপুণও বিষয়টি এখনো খোলাসা করছেন না। তিনি আদৌ কোনো ম্যাজিক দেখাবেন কিনা, নাকি ‘ম্যাজিক’ বলতে তিনি অন্যকিছু বুঝাচ্ছেন সে ব্যপারে জানতে চাইলে রহস্য ধরে রেখে নিপুণ বলেন, শিগগিরই সবাই জানতে পরবেন।

এমএম      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।