ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

মা হতে যাচ্ছেন কিয়ারা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
মা হতে যাচ্ছেন কিয়ারা? কিয়ারা আদভানি

দীর্ঘ দিন প্রেমের পর প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন কিয়ারা আদভানি। এখনও বিয়ের দুই বছর পূর্ণ হয়নি।

এরই মাঝে গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন কিয়ারা।

মূলত, একটি ছবিকে কেন্দ্র করে কিয়ারার মা হতে যাওয়ার খবর চাউর হয়। ছবিটি বড়দিনে তোলা। যেখানে দেখা যায়, ম্যাঙ্গোর একটি ড্রেপড পোলকা ডট ম্যাক্সি ড্রেস পরেছেন কিয়ারা। এ পোশাকে কিয়ারার খানিকটা ‘বেবি বাম্প’ বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে।

প্রিয়া নামে একজন লেখেন, ‘সে কি অন্তঃসত্ত্বা?’ কেউ কেউ বলছেন, ‘আনুশকা শর্মা প্রথমবার মা হতে যাওয়ার খবর এই ধরনের পোশাক পরে দিয়েছিলেন। ’ দীপাঞ্জিতা দে লেখেন, ‘কিয়ারার এই পোশাক বলছে, কোনো ভালো খবর আছে। ’ 

কিয়ারা-সিদ্ধার্থের মা-বাবা হতে যাওয়ার খবর নিয়ে সামাজিকমাধ্যমে জোর চর্চা হলেও বিষয়টি নিয়ে নীরব এই তারকা দম্পতি।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।