ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

খুঁজছেন বাড়ি, কবে সাতপাকে বাঁধা পড়ছেন তামান্না-বিজয়?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
খুঁজছেন বাড়ি, কবে সাতপাকে বাঁধা পড়ছেন তামান্না-বিজয়? বিজয় ভার্মা-তামান্না ভাটিয়া

ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন এখন ‘টক অফ দ্য টাউন’। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তারা।

নিজেদের প্রেমের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। তবে এবার নতুন খবর হল, তামান্না ও বিজয় বর্তমানে মুম্বাইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন।

মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শিগগিরই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতেই সেই খবর নতুন করে আলোচনায়!

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২৫ সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে এই তারকা যুগল। আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি।

কীভাবে বিয়ের প্ল্যানিং করেছেন তারা? সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, ভারতের মধ্যে ছিমছাম বিয়ে করার পরিকল্পনা তামান্না ও বিজয়ের।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।