ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেসবুকে পরীমনির বিষাদময় পোস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ফেসবুকে পরীমনির বিষাদময় পোস্ট

‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। / যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’

শনিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

তার এই বিষাদময় পোস্টের সঙ্গে অনেকেই দুর্ঘটনায় তার সাবেক স্বামী ইসমাইল হোসেন জমাদ্দারের মৃত্যুর সম্পর্ক খুঁজে পেয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান ইসমাইল হোসেন জমাদ্দার। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকার বাল্যবিয়ে হয়েছিল তার সঙ্গে।

ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে তার বিয়ে হয়েছিল।

ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, ইসমাইল পরীমনির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

যদিও পরীর পরিবার এই বিয়ের বিষয়টি সবসময়ই এড়িয়ে যেতে চেয়েছে।  

উল্লেখ্য, ২৩ নভেম্বর পরীমনির জন্য বেদনার একটি দিন। গত বছর এই দিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে। এ কারণেই তিনি এখন বরিশালে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।