ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দশ হাজারের বেশি শাড়ি, ২৮ কেজি স্বর্ণ ছিল এই অভিনেত্রীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
দশ হাজারের বেশি শাড়ি, ২৮ কেজি স্বর্ণ ছিল এই অভিনেত্রীর!

ভারতের চলচ্চিত্রে বলিউড অভিনেত্রী জুহি চাওলা জনপ্রিয় এক নাম। বর্তমানে তিনিই দেশটির সবচেয়ে ধনী অভিনেত্রী।

হারুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ৪,৬০০ কোটি। তবে প্রায় তিন দশক আগে আরেকজন বেশ ধনী অভিনেত্রী ছিলেন।

ওই অভিনেত্রী সম্পর্কে জানা যায়, তার সম্পদের উৎস কোনো ব্যবসা কিংবা বিনিয়োগ নয় বরং গহনা কিংবা পোশাকের পরিমাণের দিক থেকে ছিল অবিশ্বাস্য।

তিনি তামিল নায়িকা জয়ললিতা। যাকে ঐ সমসাময়িক অন্যতম সফল অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তার দুই দশকের ক্যারিয়ারে বহু তামিল ও তেলেগু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।  

যদিও জয়ললিতার সম্পদের একটা বড় অংশই এসেছে রাজনীতি থেকে। ১৯৮০-এর দশকে এই অভিনেত্রী রাজনীতিতে যোগ দেন। এরপর রাজ্যসভার সদস্য হন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিলনাড়ুর রাজনীতিতে এতটাই প্রভাব বিস্তার করেন যে তিনি পাঁচবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়।  

১৯৯৭ সাল, জয়ললিতা যখন রাজনৈতিক খ্যাতির তুঙ্গে; ওই সময় তার চেন্নাইয়ের বাসভবনে অভিযান চালানো হয়। ঐ সময় তার উচ্চাভিলাষী জীবনযাত্রা সকলের সামনে আসে। অভিযানে ১০,৫০০টি শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ৯১টি ঘড়ি, ৮০০ কেজি রুপা ও ২৮ কেজি স্বর্ণ পাওয়া যায়।  

পরবর্তীতে ২০১৬ সালের একটি তদন্ত রিপোর্ট থেকে জানা যায়, জয়ললিতার ১২৫০ কেজি রূপা ও ২১ কেজি স্বর্ণ রয়েছে। একইসঙ্গে তার আটটি গাড়ি ছিল। রিপোর্ট অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল ৯০০ কোটি রুপি। যদিও তিনি অফিসিয়ালি নিজের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি বলে ঘোষণা করেছিলেন।  

অভিনেত্রী ও রাজনীতিবিদ উভয় ক্যারিয়ারে জয়ললিতা প্রচণ্ড ভালোবাসা ও সম্মান পেয়েছেন। ২০১৬ সালে ৬৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু ঘটে।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।