ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উপদেষ্টা হওয়ার লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি: ফারুকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
উপদেষ্টা হওয়ার লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি: ফারুকী

উপদেষ্টা হওয়ার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করেননি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিসও করেছেন তিনি।

 

কেমন কাটল প্রথম দিনের সরকারি দায়িত্ব? গণঅভ্যুত্থানে পাওয়া দেশ নিয়ে তার পরিকল্পনা কি? 

সাংবাদিকদের তরফে এমন সব প্রশ্নের বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গতকাল (রোববার) পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে ‘না’তে ছিলাম। পরে এসে হ্যাঁ বললাম। কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে চাই।

ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই ড. ইউনূসের কাজের ধরনের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান ফারুকী।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান সফল না হলে আজ হয়তো আমি জেলে থাকতাম। তবে, উপদেষ্টা হওয়ার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাব। শিল্পীর কোনো দল নেই। ’

বিগত দিনে নিজের বেশ কয়েকটি লেখার কথা উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘কিছু লেখার কারণে কেউ কেউ আমাকে কখনো জামায়াত-শিবির বানিয়েছে। কখনো অন্য দল। কিন্তু অনেকে ভাবেনি, একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন? কারণ, আমি কোনো দলেরই না। ’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর আসা চাপের দু-একটি উদাহরণও দেন ফারুকী। বলেন, ‘একটি লেখার জন্য আমার সব ট্যাক্সের ফাইল ধরে তদন্ত শুরু হয়েছিল। তিশা ও আমাকে তদন্তের মুখোমুখি করা হয়েছিল। ’

তিনি বলেন, যত দিন দায়িত্বে থাকব, কিছু কাজ করে যেতে চাই। আর যদি না পারি, তাহলে যখন চলে যাব, তখন বলব যে আমি ব্যর্থ। আমি যে টিম পেয়েছি, তা দুর্দান্ত।  

সবার সহযোগিতায় ভালো কিছুর প্রত্যাশাই করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।