ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের আগে নিককে শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
বিয়ের আগে নিককে শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা?

ছয় বছরের বেশি সময় ধরে দাম্পত্য জীবন উপভোগ করছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। এই মুহূর্তে লস এঞ্জেলসে সংসার পেতেছেন তারা।

বর্তমানে মালতী মেরি চোপড়া জোনাসের মা-বাবা তারা।

তবে বিয়ের আগে যুক্তরাষ্ট্রের এই তারকা গায়ককে শর্ত দিয়েছিলেন অভিনেত্রী, সেই মর্মে রাজি হতেই বিয়ে হয়েছে যুগলের।

পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে স্বামী-স্ত্রীর। তাই ভৌগোলিক দূরত্ব তাদের মেনে নিতে হয়েছে। প্রথম থেকে এটাই নাকি তাদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়াঙ্কা। বিশ্বের যে কোনও প্রান্তে থাকুন না কেন তারা, মাসের একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে।

প্রিয়াঙ্কার কথায়, আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে একবার অন্তত ক’টা দিন একসঙ্গে থাকবই। বিশ্বের যে কোনও প্রান্তে থাকি না কেন, ওই ক’টা দিন থাকতেই হবে একসঙ্গে।

এত বছর হয়ে গিয়েছে, কখনও বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্যদিকে কখনও ভারতে, কখনও ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় প্রিয়াঙ্কাকে। যদিও এত ব্যস্ততার মধ্যে ঠিক একটা ভারসাম্য করে নিয়েছেন তারা।

চলতি মাসেও দীপাবলি উপলক্ষ্যে একসঙ্গে অনেকটা সময় উপভোগ করেছেন চোপড়া-জোনাস পরিবারের সদস্যরা। সেই ছবিও সমাজিকমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তারা।  

২০১৭ সালের ‘মেট গালা’ অনুষ্ঠানে নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। আর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। আর ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।