ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টেজ শোতে গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি: সালমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
স্টেজ শোতে গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি: সালমা মৌসুমী আক্তার সালমা

দেশের সঙ্গীতাঙ্গনের এক বিস্ময়কর কণ্ঠের শিল্পী মৌসুমী আক্তার সালমা। কণ্ঠের কারণে তিনি তার সময়কার সকল শিল্পী থেকে সহজেই নিজেকে আলাদা করতে পারেন।

তার কণ্ঠে এখন পর্যন্ত দর্শক-শ্রোতা বহু গান শুনেছেন এবং জনপ্রিয় হয়েছে।

বর্তমান সময়ে সালমা নতুন নতুন গান প্রকাশ নিয়ে যেমন ব্যস্ত আছেন ঠিক তেমনি তিনি নিয়মিত শো’ও করছেন। এরইমধ্যে গেল বৃহস্পতিবার মৌসুমী মৌয়ের উপস্থাপনায় চ্যানেল নাইনের ‘ক্লাব নাইন’ অনুষ্ঠানে সরাসরি সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়া সম্প্রতি মাছরাঙ্গা টিভি’র নিয়মিত শো ‘রূপকথা’ অনুষ্ঠানেরও রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন সালমা।

এদিকে সম্প্রতি সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন একটি মৌলিক গান। গানের শিরোনাম ‘লক্ষী ভাবীজান’। গানটি লিখেছেন সুহেল খান, সুর সঙ্গীত করেছেন তরুণ সুরকার, সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। গানটিতে সালমার সহশিল্পী হিসেবে আছেন এইচআর ফারদিন খান ও রুমী খান। গানটি এরইমধ্যে শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সালমা বলেন, একজন শিল্পী হিসেবে স্টেজ শোতে গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ স্টেজ শো’তে সরাসরি শ্রোতা দর্শকের প্রতিক্রিয়া পাওয়ায়। টিভিতে লাইভ শো’তেও কিছুটা প্রতিক্রিয়া মেলে। তবে সেটা স্টেজ শো’র চেয়ে অনেক কম। আবার শিল্পী হিসেবে নতুন নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কারণ অনেক গীতিকার, সুরকার আছেন যারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজগুলো কথা ও সুর ভালোলাগলে আমি পরম স্বাচ্ছন্দ্যতা নিয়েই করে থাকি। গানের মাঝেই আপনাদের ভালোবাসার সালমা বেঁচে থাকতে চায়। কারণ গানইতো আমার প্রাণ।

শিগগিরই সামলমার আরও একটি গান প্রকাশ হবার কথা রয়েছে। শিরোনাম ‘মনের নাগর’। এটি লিখেছেন ও সুর করেছেন স্বাধীন বাবু। কম্পোজিসন করেছেন এম রহমান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ শিরোনামের আরও একটি গান। এর কথা লিখেছেন ও সুর করেছেন ওয়াহিদ হাসান। গানটিতে সালমার সঙ্গে গেয়েছেন জাকির হোসেন। এছাড়াও এরইমধ্যে আরও চার/পাঁচটি মৌলিক গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।