ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’

ঢাকা: আগামী ১ নভেম্বর থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’ শীর্ষক বিশেষ টেলিভিশন সিরিজ। ভিট বাংলাদেশের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের আত্ববিশ্বাসে এগিয়ে চলা নারীদের দৃঢ়তা ও সাহস তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিরিজটি প্রচারিত হবে নভেম্বর’২৪ এর প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি চ্যানেলে।

বাংলাদেশের নারীদের প্রতি সম্মান জানিয়ে শুরু হতে চলা এ সিরিজটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম।

ভিট বাংলাদেশের দুই দশকের পথচলা নারীদের আত্মবিশ্বাসী করার ক্ষেত্রে একটি মাইলফলক। এই সিরিজটি নারীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের জীবনের গল্প শেয়ার করার একটি প্ল্যাটফর্ম বলে মনে করেন ভিট বাংলাদেশের কর্মকর্তারা।  

এ সিরিজে বিভিন্ন পেশা ও ব্যাকগ্রাউন্ডের ১০ জন সফল নারীকে দেখানো হবে, যারা তাদের আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজে বড় ধরনের প্রভাব রাখতে পেরেছেন। তারা শুধু প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের উৎসর্গ করেননি; ভেঙেছেন সমাজের চিরাচরিত ধারণাও।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।