ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

এবার ফিফার পেজে গায়ক রাফার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এবার ফিফার পেজে গায়ক রাফার গান

কয়েক দিন আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজের রিলে স্থান পেয়েছিল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানটি। এবার একই পেজে স্থান পেল আরেক জনপ্রিয় শিল্পী রাইফ আল হাসান রাফার গাওয়া ‘আমি আকাশ পাঠাব’।

গেল ২২ সেপ্টেম্বর ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এতে ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, ‘রোনালদো : বিস্ময়কর ও শ্রেষ্ঠ’।

ফিফার রিলটি নিজের ফেসবুকে শেয়ার করেন রাফা। এই গায়ক ক্যাপশনে লেখেন, ধন্যবাদ ফিফা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন করে জেগে ওঠার জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। রোনালদো, তুমি সুন্দর।

জানা গেছে, ‘আমি আকাশ পাঠাব’ গানটি লিখেছেন শাফায়েত মনসুর রানা। সুর ও কণ্ঠ দিয়েছেন রাফা। ২০১৫ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’র একটি নাটকে প্রকাশিত হয় গানটি। সেময় ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।