ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ৪, ২০২৪
ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেতা নিজেই।

জানা যায়, আগামী ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতেই তার এই ঢাকা সফর।

ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন, হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে। ’

এ বিষয়ে আরও জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন অর্জুন। ঢাকার মাটিতে পা রাখবেন আগামী ৭ জুন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।

এর আগে ২০১০ সালে ঢাকায় এসেছিলেন অর্জুন। ওই সময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।