ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা ওয়াসিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৪
বাবা হারালেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা ওয়াসিম

বলিউডশিল্পী জাইরা ওয়াসিমের বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। বাবা হারানোর খবরটি নিজেই জানিয়েছেন জাইরা।

সামাজিকমাধ্যমে মঙ্গলবার (২৮ মে) জাইরা লেখেন, আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। আপনাদের প্রার্থনায় তাকে রাখবেন এবং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, কবরে শান্তি দেন, শাস্তি থেকে রক্ষা করেন সেই প্রার্থনা করবেন।

‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেন জাইরা ওয়াসিম। তাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের সঙ্গে।

২০১৯ সালে হঠাৎ সামাজিকমাধ্যমে ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছেন জাইরা ওয়াসিম। ওই সময় তিনি বলেছিলেন, অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। আর তাই তিনি স্বেচ্ছায় তার ফিল্মি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।