ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হৃদয় খানের সঙ্গে ন্যান্সিকন্যা রোদেলার ‘হোক বদনাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
হৃদয় খানের সঙ্গে ন্যান্সিকন্যা রোদেলার ‘হোক বদনাম’

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বড় মেয়ে রোদেলা। মায়ের পথ ধরে ইতোমধ্যেই সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

এবার জুটি বাঁধলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে।  

হৃদয় খানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘হোক বদনাম’। এর কথা লিখেছেন এসএ হক অলীক। আর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। ইতোমধ্যেই ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে।  

গান প্রসঙ্গে হৃদয় খান বলেন, রোদেলা খুব ট্যালেন্টেড একজন গায়িকা। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সে ভালো করতেই থাকবে। ‘হোক বদনাম’ গানটি সে অসাধারণ গেয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।  

রোদেলা বলেন, হৃদয় আঙ্কেলের সঙ্গে গান করলাম। এটা আমার জন্য বড় পাওয়া। কারণ আমার আম্মু অনেক গানই গেয়েছেন তার সঙ্গে। সেগুলোর সঙ্গে তার অনেক গানই আমার পছন্দের তালিকায় রয়েছে। এবার আমি নিজেই গান করলাম তার সঙ্গে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।