ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতে ‘ফিল্মফেয়ার’-এর মঞ্চে নাচবেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
ভারতে ‘ফিল্মফেয়ার’-এর মঞ্চে নাচবেন নুসরাত ফারিয়া

বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও।  

সেই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর।

 
এবারের আসরে নাচবেন দুই বাংলা অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশি হিসেবে নুসরাত ফারিয়ায় প্রথম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ফিল্ম ফেয়ার’ ভারতের মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউডের পাশাপাশি এখন ‘ফিল্ম ফেয়ার বাংলা’ও মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্য। এই অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। পাঁচটি গানে পারফর্ম করব আমি। সবগুলো জনপ্রিয় গান।

নুসরাত ফারিয়া আরও বলেন, এবার বাংলাদেশের জয়া আহসান আপু, অপি করিম আপু, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল ও মাহতিম সাকিব নমিনেশন পেয়েছেন। আমি সবার জন্য আগে থেকেই শুভকামনা জানাচ্ছি। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় গর্বের বলে মনে করছি।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড ও টালিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন অভিনেত্রী।  

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।  

গেল ২০২৩ সালটাও বেশ ব্যস্ততায় কেটেছে এই অভিনেত্রীর। টালিউডে তার অভিনীত ‘ভয়’ সিনেমা মুক্তি পায়। আর বাংলাদেশে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাও। যেখানে খানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

এছাড়াও নুসরাতের দুটি গান রিলিজ হয়েছে। বলা যায় ২০২৩ সালে এই অভিনেত্রীর সাফল্যের বৃহস্পতি ছিল তুঙ্গে। এত কাজ সামাল দিতে শিডিউল নিয়ে কোনা ঝামেলা পোহাননি এ নায়িকা।

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এএনটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।