ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে ‘মায়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
ঈদে মুক্তি পাচ্ছে ‘মায়া’

ঈদে মুক্তির তালিকায় রয়েছে তরুণ পরিচালক জসিম উদ্দিন জাকিরের চলচ্চিত্র ‘মায়া: দ্য লাভ’। মুক্তি সামনে রেখে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়।

পোস্টার একটি হলেও তাতে লুকিয়ে রয়েছে চারজন অভিনয়শিল্পী। চারজনের মধ্যে নায়িকা শবনম বুবলীকে ঘিরে আছেন তিন অভিনেতা আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান।

পোস্টার ফেসবুকে শেয়ার করে সাইমন, রোশান ও মিলন লেখেন, পবিত্র ঈদুল ফিতরের সিনেমা ‘মায়া’। বুবলীর ভাষ্য, তিন নায়কের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা তার নতুন ছিল। কাজটা আনন্দের সঙ্গেই করেছেন তিনি।

নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মায়া’। কারণ ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। ফলে প্রচারণার কাজ শুরু করেছেন তিনি।

পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা। এই সিনেমার কাজ শুরু হয় ২০২২ সালে। দু’বছরে কখনো সিনেমার কাজ টানা চলেছে, কখনও বাধা পড়েছে। সব জটিলতা সামলে অবশেষে এবারের ঈদে মুক্তির পথ দেখছে ‘মায়া’।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।