ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দাবাং ৪’র নিশ্চিত বার্তা আরবাজের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
‘দাবাং ৪’র নিশ্চিত বার্তা আরবাজের!

সালমান খান অভিনীত অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি দাবাং। তাকে চুলবুল পাণ্ডে রূপে আবারও দেখতে মুখিয়ে আছেন তার দর্শকরা।

তাই এতদিন তাদের সবার একটাই প্রশ্ন ছিল ‘দাবাং ৪’ কবে আসবে? এবার উত্তর দিলেন আরবাজ খান।

সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল ‘দাবাং ৪’ নিয়ে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল আরবাজ খান এবং তার ভাই চুলবুল পাণ্ডে ওরফে সালমান খান নাকি অ্যাটলি কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিনেমাটির জন্য। অ্যাটলি নাকি পরিচালনা করবেন ‘দাবাং ৪’। এবার এই বিষয়ে মুখ খুললেন আরবাজ।

মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনিও শুনেছেন যে সালমান খান আর তিনি নাকি অ্যাটলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু এই বিষয়ে ‘দাবাং ২’র পরিচালক জানান তিনি এখনও পর্যন্ত কোনওদিন অ্যাটলিকে দেখেননি বা কথা হয়নি তাদের। তিনি এদিন আরও জানান এসব গুজবে মানুষের বিশ্বাস করা উচিত না।

এরপর আরবাজ জানান, তিনি এবং সালমান খান মুখিয়ে আছেন ‘দাবাং ৪’ সিনেমাটিকে নিয়ে। তারাও এটিকে বড় পর্দায় নিয়ে আসতে চান। কিন্তু এখনও সেটার সঠিক সময় হয়নি। সেটা যখন হবে তখনই আসবে ‘দাবাং ৪’।

আরবাজ আরও জানান, তিনি এবং সালমান তাদের আলাদা আলাদা কাজ নিয়ে এখন ব্যস্ত। কিন্তু ‘দাবাং ৪’ কি তবে আরবাজ খানই পরিচালনা করবেন? এই প্রশ্নে তিনি জানিয়েছেন, সেই সুযোগ পেলে তিনি অবশ্যই সেটা করতে চাইবেন। কিন্তু এখনও কিছুই ঠিক হয়নি।

সালমান খানকে আগামীতে ‘টাইগার ভার্সেস পাঠান’সহ এআর মুরুগাদোসের সিনেমাতে দেখা যাবে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা। সেই সিনেমাটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।