ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থকে মন দেওয়ার কারণ জানালেন কিয়ারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
সিদ্ধার্থকে মন দেওয়ার কারণ জানালেন কিয়ারা

দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পূরণ করে ফেলেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গত ৭ ফেব্রুয়ারি ছিল কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম বিবাহবার্ষিকী।

বিয়ের প্রথম জন্মদিনে কিয়ারার প্রতি প্রেম উজাড় করে খোলা চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ। ‘তোমার সঙ্গে যাত্রা নয়, গন্তব্যে পৌঁছানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী। ’ 

বিবাহবার্ষিকীর দিন কিয়ারা কিছু না বললেও প্রেম ও এক বছরের দাম্পত্য যাপনের পর নায়িকা খোলাসা করেন কেন তিনি সিদ্ধার্থকে ভালোবেসেছেন।

‘শেরশাহ’ ছবিতে সিড-কিয়ারার পর্দার রোমান্সে বুঁদ হয়েছিলেন দর্শকরা। পর্দার প্রেম গড়ায় বাস্তবেও। ওই ছবির শুটিংয়ের সময় মন দেওয়া-নেওয়া হয় দুজনের। সেই প্রেম পরিণতি পেয়েছিল গত বছর। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে রাজকীয়ভাবে বিয়ে সারেন কিয়ারা ও সিদ্ধার্থ। সেই বিয়ের বয়স হলো এক বছর। বিবাহবার্ষিকীর পরে কিয়ারা জানিয়ে দিয়েছেন কেন মন দিয়েছিলেন সিদ্ধার্থকে। কিয়ারার কথায়, ‘আমার কাছে সিদ্ধার্থ হলো সবচেয়ে স্বস্তির জায়গা। আমি যখনই সিদ্ধার্থের সঙ্গে থাকি, মনে হয় আমি বাড়িতে আছি। মনে হয় কাছের মানুষের সঙ্গে আছি। সিদ্ধার্থকে বেছে নেওয়ার জন্য আর কিছু দরকার ছিল না। ’

সিদ্ধার্থকে দেখে কখনো কী কিয়ারার মনে হয়েছে যে এমনই কাউকে খুঁজছিলেন? কিয়ারার উত্তর, ‘এমন কোনো মুহূর্ত তৈরি হয়নি, যা দেখে মনে হবে আমি তো একেই চাইছিলাম। কিন্তু আমার সিডের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালো লাগতো। সিদ্ধার্থকে আমি অত্যন্ত বিশ্বাস করি। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সিদ্ধার্থের মতো বিশ্বাসযোগ্য আর কাউকে মনে হয়নি। ’

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।