ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিশ্রমী জীবনের নানা ঘটনা নিয়ে ‘ক্রু’ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
পরিশ্রমী জীবনের নানা ঘটনা নিয়ে ‘ক্রু’ সিনেমা

লাল বিমানসেবিকার পোশাকে একই ছবিতে দেখা গেল বলিউডের তিন নায়িকাকে। প্রকাশ্যে এলো ‘ক্রু’ ছবিতে করিনা কাপুর, কৃতি শ্যানন ও তাবুর ফার্স্ট লুক।

তিন অভিনেত্রীই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফার্স্ট লুক শেয়ার করেছেন।

ফার্স্ট লুকে দেখা গেছে, বিমানবালার বেশে তিন অভিনেত্রীকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেছে। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন।

জানা গেছে, রীতিমতো রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিনেমাতে।

মার্চের ২৯ তারিখে মুক্তি পাবে ‘ক্রু’। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে। অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মার।

সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।