ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল যারা

বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছিল ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনের এ উৎসবের পর্দা নামল রোববার (২৮ জানুয়ারি)।

এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান।

এ সময় বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উৎসবে আগত গুণী মানুষেরা।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতো এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম মেকার বিভাগে পুরস্কার ঘোষিত হয়।  

উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে চীনের ‘দ্য কর্ড অব লাইফ’। এতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতে নেন বাদেমা। এ ছাড়া সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ভারতের অঞ্জন দত্ত৷ ‘চালচিত্র এখন’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করে এ পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম বিভাগে ফিপরেসি অ্যাওয়ার্ড জিতেছে ‘সাবিত্রী’ এবং বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগে সেরা শর্টফিল্ম নির্বাচিত হয় ‘লায়লা’।

একনজরে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কারপ্রাপ্তরা

এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ
সেরা চিত্রনাট্য: ডব
সেরা চিত্রগ্রাহক: মাইটি আফরিন
সেরা অভিনেত্রী: বাদেমা (দ্য কর্ড অব লাইফ)
সেরা অভিনেতা: অঞ্জন দত্ত (চালচিত্র এখন)
সেরা পরিচালক: জগত মানয়ারনা
সেরা চলচ্চিত্র: দ্য কর্ড অব লাইফ (চীন)
স্পেশাল জুরি মেনশন ফিল্ম: বাইকত
স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম (মাইটি আফরিন)

চিলড্রেন ফিল্ম সেকশন: প্রবাস (ভারত)
অডিয়েন্স অ্যাওয়ার্ড: মুজিব: একটি জাতির রূপকার
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড: বিজয়ার পরে (ভারত)

স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ
বেস্ট ফিচার ফিল্ম: দেয়ার এন্ড ব্যাক
সেরা প্রামাণ্যচিত্র: কুনান ফিনদা
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: ছুরত (বাংলাদেশ)

উইমেন ফিল্ম মেকারস সেকশন
বেস্ট ফিল্ম: আশগাল হা বা (ইরান)
বেস্ট ডকুমেন্টারি: পাসাং (ইউএসএ)
বেস্ট ডিরেক্টর: ইয়ংমু (হাউ টু গেট ইউর ম্যান প্রেগন্যান্ট, দক্ষিণ কোরিয়া)
স্পেশাল মেনশন: মুক্তি (বাংলাদেশ)

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।