ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘শেষ বাজি’র প্রথম দর্শনে নজর কাড়লেন সাইমন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
‘শেষ বাজি’র প্রথম দর্শনে নজর কাড়লেন সাইমন 

নতুন বছরের শুরুতেই ১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজি’। এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।

মেহেদী হাসান পরিচালিত সিনেমার প্রথম দর্শনেই নজর কাড়লেন মারদাঙ্গা লুকের সাইমন।

প্রকাশিত ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, সাইমনের মুখ ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস, দুহাতে বেশ কয়েকটি ব্রেসলেট। চারপাশ ধূসর, তাস উড়ছে। এমন পরিবেশে সিগারেট ধরাচ্ছেন তিনি। এ থেকে স্পষ্ট বোঝা গেল, কোনও অ্যাকশন দৃশ্যের সময়ে এমন মারদাঙ্গা লুকে পর্দায় হাজির হবেন সাইমন সাদিক।  

পোস্টারটি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ‘পোড়ামন’। এর মন্তব্যের ঘরে দেখা যায়- তারকা, নির্মাতা, সাংবাদিক থেকে ভক্তরা পোস্টারের পাশাপাশি সাইমনের লুকের প্রশংসায় পঞ্চমুখ।  

এর আগে গেল ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘শেষ বাজি’ সিনেমাটি। জানা গেছে, জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘারানার সিনেমাটির কাহিনী। এটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।  

নির্মাতা মেহেদী হাসান জানান, ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ করব। আশাকরি প্রথম পোস্টারের মতো সিনেমাটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে।

সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।