ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বিনোদন

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গাইবেন অরিজিৎ, সুখবিন্দর ও শংকর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
ভারত-পাকিস্তান ম্যাচের আগে গাইবেন অরিজিৎ, সুখবিন্দর ও শংকর

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বিশেষ কিছু। চলমান ক্রিকেট বিশ্বকাপে শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এই ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

জানা গেছে, হাই ভোল্টেজ ম্যাচ আরও জমিয়ে দিতে হাজির হচ্ছেন তারকারা। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং।

বিসিসিআইয়ের টুইটে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরম্যান্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গাইবেন।

এরপর সেই অনুষ্ঠানের সময় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও দুটি টুইট করে জানানো হয় যে সুখবিন্দর সিং ও শংকর মহাদেবনও এদিন পারফর্ম করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় ২টা ৩০মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।