ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘টাইগার ভার্সেস পাঠান’, এক সিনেমায় শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
‘টাইগার ভার্সেস পাঠান’, এক সিনেমায় শাহরুখ-সালমান সালমান খান-শাহরুখ খান

আবারও একসঙ্গে এক সিনেমায় দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশ রাজ ফিল্মস’র প্রধান আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে ‘টাইগার ভার্সেস পাঠান’।

শোনা যাচ্ছে, চিত্রনাট্যও ফাইনাল হয়ে গেছে। দুই তারকার অনুমতিতেই নিশ্চিত হয়েছে চিত্রনাট্য।  

‘টাইগার ভার্সেস পাঠান’ টিমের স্ক্রিপ্ট তৈরি। নভেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। শোনা যাচ্ছে, আগামী বছরের মার্চ মাসে শুরু হবে শুটিং।

ঘনিষ্ঠ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই সিনেমা বিশাল বড় মাইলফলক হতে চলেছে কারণ সুপারহিট ‘কর্ণ অর্জুন’র পর আবারও বলিউডের দুই তারকাকে একসঙ্গে। আদিত্য চোপড়া প্রথমে শাহরুখ ও সালমানের সঙ্গে আলাদা করে মিটিং করেন ও তাদের সিনেমার গল্প শোনান। দুই তারকাই গল্প বেশ পছন্দ করেছেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘টাইগার ভার্সেস পাঠান’ ভারতের প্রযোজিত সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এরই অংশ হতে চলেছে এই সিনেমা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।