ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইতিহাস গড়লেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ইতিহাস গড়লেন টেইলর সুইফট টেইলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে (ভিএমএ) রেকর্ড গড়লেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। প্রথম শিল্পী হিসেবে তিনি চারবার ভিডিও অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন।

ভিডিও অব দ্য ইয়ার ছাড়াও সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতে নিয়েছেন টেইলর সুইফট। ‘অ্যান্টি হিরো’ গান এর জন্য এই পুরস্কার জিতেছেন মার্কিন গায়িকা।

এদিকে, রেমা ও সেলেনা গোমেজ জিতেছেন সেরা আফ্রোবিটস পুরস্কার। ‘কাম ডাউন’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তারা।

আরেক গায়িকা নিকি মিনাজ জিতেছেন সেরা হিপহপ পুরস্কার। ‘সুপার ফ্রিকি গার্ল’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পপ গায়িকা শাকিরা পেয়েছেন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। ভিএমএ-তে পারফর্মও করেছেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রুডেনশিয়াল সেন্টারে বসেছিল ভিএমএ-এর আসর। শাকিরা ছাড়াও এতে পারফর্ম করেছেন কার্ডি বি, দোজা ক্যাট, ডিডি, ক্যারল জি, নিকি মিনাজ, স্ট্রে কিডস, টুমরো এক্স টুগেদারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ৫:৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।