ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হারালেন অভিনেত্রী শাবনাজ ও মৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
মা হারালেন অভিনেত্রী শাবনাজ ও মৌ মায়ের সঙ্গে শাবনাজ ও তাহমিনা সুলতানা মৌ

ঢাকাই সিনেমার অভিনেত্রী শাবনাজ ও টিভি অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের মা আঞ্জুমান নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। মূলত হার্টের সমস্যা ছিল সবচেয়ে বেশি। বয়স বেশি হওয়ায় চেষ্টা করেও পেসমেকার লাগানো যাচ্ছিল না। গত ১০ দিন ধরে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা অভিভাবক হারালাম। এটুকুই বলব, তিনি ভালো মনের মানুষ ছিলেন।

আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার স্বামী এস এম হুমায়ূন তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি নাট্যচক্রের আজীবন সদস্য ছিলেন। আজ বাদ মাগরিব বিক্রমপুরে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

আঞ্জুমান নাহারের তিন কন্যা। সবার বড় শাবনাজ, মেজ সোনিয়া, ছোট মৌ। শাবনাজ-মৌ অভিনয়ের সঙ্গে জড়িত। তবে শাবনাজ অনেক আগে অভিনয় থেকে দূরে সরে গেছেন। কিন্তু মৌ এখনো নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।