ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে: রাজ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে: রাজ  শরিফুল রাজ-পরীমণি

অভিমান ভুলে এক হলেন তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। আলাদা থাকার বিষয় নিয়ে এতদিন রাজের কোনো মন্তব্য মেলেনি।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই চিত্রনায়ক।

রাজ বলেন, এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরো পাঁচ-ছয় বছর পর সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।

পরীমণি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখন আমার সঙ্গে রাজের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তার ছেলের সঙ্গে।

এ বক্তব্য নিয়ে রাজ বলেন, মানে কী, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে। সত্যি কথা কী, পরী সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করে, করছে, এ বিষয়টি আমার ভালো লাগে।  

বুধবার (১৬ আগস্ট) রাতে পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করে টিএম ফিল্মস। এসময় উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।