ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

একই দিনে দেশে মুক্তি পাবে হলিউডের দুই সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
একই দিনে দেশে মুক্তি পাবে হলিউডের দুই সিনেমা

হলিউডের সিনেমার দর্শকদের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। গেল কয়েক সপ্তাহ ধরে তাবৎ দুনিয়া মেতে আছে ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’ নিয়ে।

দর্শকমুখরিত সিনেমা হলগুলোতে যেন উৎসব লেগেছে।

যার রেশ কাটতে না কাটতে বাংলাদেশের দর্শকদের জন্য আবারও এসেছে নতুন সিনেমার খবর।

আগামী ১১ আগস্ট একসঙ্গে দু’টি হলিউডের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। একটি সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’, অন্যটি অ্যানিমেশন সিনেমা ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’।

দু’টি সিনেমাই সিক্যুয়েল। রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব নিয়ে নির্মিত ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ পরিচালনা করেছেন বেন হুইটলি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জেসন স্ট্যাথাম।

অন্যদিকে, জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ পরিচালনা করেছেন জেফ রো। ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা দু’টি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।