ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

কিয়ারার লাল পোশাকের দাম আড়াই লাখের বেশি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
কিয়ারার লাল পোশাকের দাম আড়াই লাখের বেশি! কিয়ারা আদভানি

সম্প্রতি একটি অনুষ্ঠানে লাল রঙের জ্যাকেট সেট পরে হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি। যা নেটিজেনদের দৃষ্টিগোচর হয়েছে।

আর এ নিয়ে আলোচনা করতে গিয়ে সামনে এসেছে পোশাকটির দামের বিষয়টিও।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্টেড জ্যাকেট সেটটি ডিজাইন করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার নচিকেত ভার্বে। ওয়েবসাইট ঘুরে দেখা যায়, এ পোশাকের নাম দিয়েছেন মুনফ্লাওয়ার জ্যাকেট সেট।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, পোশাকটি মূল্য ১ লাখ ৯৮ হাজার ৮৫০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কার্তিক আরিয়ান। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত ২৯ জুন মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।