ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

১০ শো করতে গিয়ে যুক্তরাষ্ট্রে ২৫ শো জেমসের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
১০ শো করতে গিয়ে যুক্তরাষ্ট্রে ২৫ শো জেমসের মাহফুজ আনাম জেমস

নগর বাউল খ্যাত তারকা গায়ক মাহফুজ আনাম জেমস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেল ২৪ মে সংগীত সফরে গেছেন তিনি।

সেখানে এক মাসে ১০ রাজ্যে ১০টি শো করার কথা ছিল তার। এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পারফরম করবেন তিনি।

ইতোমধ্যেই ১৮টি শোতে গেয়েছেন ভক্তদের প্রিয় ‘গুরু’। হাতে আছে আরো সাতটি শো।

জানা গেছে, শ্রোতা ও শো আয়োজকদের আগ্রহের কারণে বদল আনতে হয়েছে সফর শিডিউলে। এক মাসের বদলে তাকে থাকতে হবে দুই মাস সাত দিন। এরপর ১ আগস্ট যুক্তরাষ্ট্র ছেড়ে দেশের বিমান ধরবেন জেমস এবং তার সফরসঙ্গীরা।

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, সবশেষ ৯ জুলাই আটলান্টায় শো করেছেন জেমস। এরপর ১৪ জুলাই ওয়াশিংটন, ১৫ জুলাই ভার্জিনিয়া, ১৬ জুলাই সিয়াটেল, ২১ জুলাই হিউস্টন, ২৯ জুলাই লং আইল্যান্ড, ৩০ জুলাই মিশিগান, এমনকি ৩১ জুলাইও শো আছে।

তিনি আরও জানান, আসছে ৩১ জুলাই শো শেষে পরদিনই ১ আগস্ট দেশের উদ্দেশে বিমানে উঠবেন তারা। দেশে পৌঁছতে হয়তো ২ বা ৩ আগস্ট হবে। দেশে ফিরেও বিশ্রামের সুযোগ পাবেন না জেমস। কারণ ৫ আগস্ট আবার ঢাকায় শো রয়েছে।

জেমসের গাওয়া সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল রোজার ঈদে। ২১ এপ্রিল চাঁদরাতে বসুন্ধরা ডিজিটালে প্রকাশিত গানটির শিরোনাম ‘সবই ভুল’। বিশু শিকদার ও জেমসের লেখা গানটির সুর ও সংগীত করেছেন জেমস নিজেই।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।