ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বিধূর ভালোবাসা’য় মাহফুজ-বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
‘বিধূর ভালোবাসা’য় মাহফুজ-বুবলী শবনম বুবলী-মাহফুজ আহমেদ

ঈদুল আজহায় মুক্তি পাওয়া মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি দর্শকের প্রশংসায় ভাসছে। সিনেমা মুক্তির আগেই ‘মেঘের নৌকা’ গানটি দারুণ সাড়া ফেলে।

এবার এ সিনেমার ‘বিধূর ভালোবাসা’ শিরোনামের গানটিও দর্শকের মনে দাগ কেটেছে।

জামাল হোসেনের কথায় আকাশ মাহমুদের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও সিঁথি সাহা। গানের দৃশ্যে ফুটে উঠেছে মাহফুজ ও শবনম বুবলীর হৃদয়ের হাহাকার।

গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, পুরো গানে দুজন  ভালোবাসার মানুষের মনের হাহাকার ও না পাবার আকুতি উঠে এসেছে। গীতিকার দারুণ কথামালায় গানটি সাজালেন। এদিকে আকাশ সুর করেছেন মনে দাগ কাটার মতো। যারা সিনেমা দেখেছেন তাদের অনেকেই বলেছেন গানটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সিনেমার গল্পের সঙ্গে গানটির ব্যবহার দর্শকের মনে দাগ কেটেছে।

গীতিকার জামাল হোসেন বলেন, সিনেমার গল্পের সঙ্গে মিল রেখেই এ গানটি লিখেছি। সবাই গানটির জন্য প্রশংসা করছেন।

‘প্রহেলিকা’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।