ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ রাম চরণ ও উপাসনা কামিনেনি

মেয়ের বাবা হলেন ভারতের দক্ষিণী অভিনেতা রাম চরণ। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন রাম চরণের স্ত্রী উপাসনা।

খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, উপাসনা কামিনেনি ও রাম চরণের কন্যা সন্তান হয়েছে ২০ জুন, অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দরাবাদে। সদ্যজাত ও মা ভালো আছেন।

ইতোমধ্যেই রাম চরণের মেয়েকে নিয়ে গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী নাটু নাটু গায়ক কালা ভৈরব। শুভকামনা জানাচ্ছেন অভিনেতার ভক্ত ও সহকর্মীরা।

প্রসঙ্গত, ২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাম চরণ। ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন রাম চরণের বাবা হতে যাওয়ার খবর। রাম চরণ তেলুগু সিনেমার অন্যতম নায়ক চিরঞ্জীবি ও সুরেখার পুত্র।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।