ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয় খানের কণ্ঠে ‘অভিমান’! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
হৃদয় খানের কণ্ঠে ‘অভিমান’! 

এই সময়ের মিউজিক ক্রেজ হৃদয় খান। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।

প্রতি মাসেই উন্মুক্ত করছেন নতুন গান। ইউটিউবের পাশাপাশ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও গানগুলো তুলে ধরছেন এই গায়ক।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ মে) প্রকাশ করলেন ‘অভিমান’ শিরোনামের গান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। বরাবরের মতো সুর-সংগীত সাজিয়েছেন হৃদয় নিজেই।

হৃদয় খান ও  রবিউল ইসলাম জীবন

নতুন গানটি নিয়ে হৃদয় খান বলেন, এই গানের সুর করার পর জীবনকে ডাকি। এরপর স্টুডিওতে বসে সুরের ওপর গানটি লিখে দেয় সে। গানটির কথায় প্রিয়জনের সঙ্গে অভিমানের বিষয়টি উঠে এসেছে। তবে মিউজিকে রক ফ্লেভার রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি।

চার সপ্তাহ আগে হৃদয় খান প্রকাশ করেছেন ‘অস্থির মেয়ে’ শিরোনামের একটি গান। গান প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই জানিয়েছেন শ্রোতাপ্রিয় এই গায়ক।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।