ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে পাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
হাসপাতালে পাপন পাপন

হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

তবে তার কী হয়েছে তা অবশ্য জানা যায়নি।

হাসপাতালে ভর্তি গায়ককে দেখা শোনা করছেন তার ১৩ বছরের ছেলে। যা নিয়ে ভীষণ আবেগতাড়িত তিনি।

হাসপাতালের বিছানা থেকেই ছেলের সঙ্গে ছবি টুইট করে পাপন। এর ক্যাপশনে লেখেন, আমরা সবাই এইরকম ছোট ছোট লড়াই লড়ছি। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাগুলো সামাজিকমাধ্যমে পোস্ট করা পছন্দ করি না। কিন্তু গত রাতটা ছিল অন্যরকম। এটি প্রথমবারের মতো, আমার ছোট ছেলে যার বয়স ১৩ বছর, সে হাসপাতালে রাতে আমাকে দেখাশোনার দায়িত্ব নিয়েছে!

পাপনের কথায়, এটা বেশ আবেগময় মুহূর্ত। তাই বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করতে চাই। মনে পড়ে, মা-বাবার জন্য আমিও এমনটা করতাম। তাদের নাতি পুহর যে সেই একই কাজ করছে, এটা যদি দেখতেন তারা!

আসামের শিল্পী পাপন। তিনি একাধারে হিন্দি ও বাংলা গান গেয়ে উপমহাদেশের সংগীতপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছেন। গান গাইতে একাধিকবার এসেছেন ঢাকায়। বাংলাদেশের একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।