ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

হাফেজ তাকরিমকে নিয়ে ডিপজলের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
হাফেজ তাকরিমকে নিয়ে ডিপজলের স্ট্যাটাস হাফেজ তাকরিমকে নিয়ে ডিপজলের স্ট্যাটাস

২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশর হাফেজ সালেহ আহম তাকরিম।  গত ৪ এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে মাকতুম।

তাকরিমের এই অনন্য অর্জনে খবর জানার পর থেকেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানানো শুরু করেন। এ ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না তারকা জগতের মানুষেরাও।

একটু দেরিতে হলেও এবার তাকরিমকে নিয়ে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাফেজ তাকরিমের হাস্যজ্জ্বল একটি ছবি আপলোড করেন ডিপজল।

ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ তোমাকে আরও বড় করুক। দোয়া থাকবে। ’

ডিপজলের এ স্ট্যাটাস নজর কেড়েছে নেটিজেনদের। বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিয়েছেন তারা, যার মধ্যে দেড় হাজারের কাছাকাছি লাভ রিঅ্যাক্ট। পাশাপাশি মন্তব্যের ঘরে হাফেজ তাকরিমকে নিয়ে প্রশংসামূলক কথা লিখেছেন তারা।

এর আগে হাফেজ তাকরিমের অর্জন নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর, বেলাল খানসহ আরও অনেক তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।