ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহিকে কাছে পেতেই সিনেমা প্রযোজনায় ডন মূসা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
মাহিকে কাছে পেতেই সিনেমা প্রযোজনায় ডন মূসা! সামিরা খান মাহি-নিলয় আলমগীর

এলাকার একমাত্র ডন মূসা ভাই। তিনি এতোটাই প্রভাবশালী যে, যার নাম মুখে নেওয়ার আগে সবাইকে ‘দুঃখিত’ উচ্চারণ করতে হয়! এলাকার জনগণ তাকে বাঘের চেয়েও ভয় পায়।

এই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। সিনেমা বলতে সিনেমার নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখবে, গান শুনবে আর নায়িকাদের নিয়ে দিবা স্বপ্ন দেখে তার উদয়-অস্ত কাটে।

একই পাড়ার দুষ্টু ছেলে জসিম। যার কাজই হচ্ছে মানুষকে বুদ্ধি দিয়ে বিপদে ফেলানো। যথারীতি জসিমের বুদ্ধির জালে জড়িয়ে পড়েন ডন মূসা ভাই। জসিমের বুদ্ধিতে চিত্রনায়িকা বিজলীকে কাছে পাওয়ার আশায় সিনেমা প্রযোজনায় নামেন মূসা ভাই। শর্ত একটাই, বিজলির সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে সিনেমায়!

এমনই এক মজার গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাম ‘নায়িকা তুমি কার’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে।

নির্মাতা জানান, এতে চিত্রনায়িকা বিজলির চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি।

রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি। ’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদের বিশেষ এই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।