ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন তাহসান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বাবা হারালেন তাহসান খান বাবার সঙ্গে এই ছবি তাহসানের এখন শুধুই স্মৃতি

ঢাকা: জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই। বুধবার (১২ এপ্রিল) রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

দীর্ঘদিন ধরেই সানাউর রহমান খান অসুস্থ ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নেওয়া হয়।

বুধবার রাতে ফের শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

এদিকে তাহসান অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এতে তিনি পর্দা ভাগ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজের মতো নামকরা অভিনেতাদের সঙ্গে। এরই মধ্যে চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এনএটি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।