ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

মাইনাস ১১০ ডিগ্রিতে শরীরচর্চায় ব্যস্ত অনিল কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মাইনাস ১১০ ডিগ্রিতে শরীরচর্চায় ব্যস্ত অনিল কাপুর! অনিল কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুর জীবনের ৬৬ বসন্তে এসেও পুরোপুরি ফিট। এখনো নিয়মিত শরীরচর্চা করেন তিনি।

শুধু তাই নয়, মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে ঢুকেও শারীরিক কসরত করে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তিনি!

এই ধরনের কঠিন শারীরিক কসরতে ক্লান্তি নেই বরং উপভোগ করছেন অনিল কাপুর। মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে কসরত করার ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অনিল কাপুর নিজেই।

এর ক্যাপশনে লেখেন, ‘চল্লিশের দুষ্টুমির দিন শেষ। এখন ৬০ বছরের আকর্ষণীয় হওয়ার সময়। ’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ফাইটার মোড অন।

এই পোস্টের মন্তব্যের ঘরে অধিকাংশই অনিল কাপুরের প্রশংসা করেছেন। তার স্ত্রী সুনীতা কাপুরও ভালোবাসা জানিয়েছেন পোস্টে। বাবার এই বয়সেও এই উদ্দীপনা দেখে ভালোবাসা জানিয়েছেন ছোট মেয়ে রিয়া।

কপিল শর্মা, নীতু কাপুর, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, হুমা কুরেশি, বিপাশা বসু, শিল্পা শেঠি, মনীশ পলরা অনিলকে প্রশংসায় ভাসিয়েছেন।

অনিল কাপুরের এই ব্যস্ততা তার আগামী সিনেমা ‘ফাইটার’র জন্য। অ্যাকশন ঘরানার সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য নিজেকে তৈরি করছেন এই অভিনেতা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে ঋত্বিক-দীপিকা জুটিকে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।