ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

কারাগার থেকে জ্যাকুলিনকে চিঠিতে যা লিখলেন সুকেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
কারাগার থেকে জ্যাকুলিনকে চিঠিতে যা লিখলেন সুকেশ

কারাগার থেকে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের উদ্দেশে চিঠি লিখলেন ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। জেল থেকেই জ্যাকুলিনের উদ্দেশে প্রেমের বার্তা দিয়েছেন প্রতারণার অভিযোগে কারাবন্দী সুকেশ ।

 

কি লিখেছেন সুকেশ তার প্রিয়তমার উদ্দেশ্যে তা জানতে মরিয়া জ্যাকুলিনভক্তরা।

অভিনেত্রীর ভক্তদের কৌতূহল মিটিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

গণমাধ্যমটি জানিয়েছে চিঠিতে জ্যাকুলিনকে সিংহলি ভাষায় ‘বম্মা’ সম্বোধন করেছেন সুকেশ, বম্মার অর্থ ‘সুন্দর পুতুল’। ইস্টার সানডের শুভেচ্ছা জানাতেই জেল থেকে প্রেমময় বার্তা পাঠিয়েছেন সুকেশ।

জ্যাকুলিনকে তিনি লিখেছেন,  ‘আমার বম্মা, হ্যাপি ইস্টার। এটা তোমার প্রিয় উৎসব। ইস্টারের অনেক ভালোবাসা তোমাকে। আশা করছি, আগামী ইস্টার সানডে আমরা একসঙ্গে কাটাব। এই দুঃসময় খুব দ্রুত কেটে যাবে।  আমি তোমার সঙ্গে এই দিনগুলো মিস করি। আমি তোমার মধ্যে সেই সুন্দর শিশুটিকে মিস করি।  

এরপর সুকেশ লিখেছেন, ‘তুমি কি জানো, তুমি কত সুন্দর? এই বিশ্বে তোমার চেয়ে বেশি সুন্দরী আর কেউ নেই। জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমরা সারা জীবন একসঙ্গে থাকব। তুমি আমার। আমাকে পাগলের মতো ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার আদুরে খরগোশ, আমি তোমাকে ভালোবাসি। ’

সুকেশ লিখেছেন, প্রিয়া, এমন একটি মুহূর্ত নেই যে, আমি তোমাকে নিয়ে ভাবি না এবং আমি জানি তুমিও আমাকে নিয়ে এভাবেই ভাবো। আমি জানি তোমার সবচেয়ে সুন্দর হৃদয়ে কী আছে।  

১৯৯৪ সালের ‘ক্রিমিনাল’ সিনেমার গানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তু মিলে দিল খিলে, অর জিনে কো ক্যায়া চাহিয়ে’-এর নতুন সংস্করণ শোনার সময় আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবতাম। ভালোবাসি তোমাকে, এটা শুধুই ভালোবাসা নয়; ভেরি থানাম ভালবাসা, আমার জ্যাকি সুন্দর পুতুল।  

তার আইনজীবী অনন্ত মালিক কর্তৃক প্রকাশিত চিঠিটি পড়ে।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলার প্রধাস আসামি সুকেশ চন্দ্রশেখর। তার কাছ থেকে বিভিন্ন সময়ে মূল্যবান উপহার নিয়ে ফেঁসে গেছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ।  

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা থেকে তাদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। যদিও এ নায়িকা কখনও প্রেমের কথা স্বীকার করেননি।

তবে ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) দাবি, সম্পূর্ণ নিজ স্বার্থে অভিনেত্রী সুকেশের অতীত এবং পেশা সবকিছু জেনেশুনেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।  

জিজ্ঞাসাবাদে ইডির কাছে জ্যাকুলিন স্বীকার করেন করেন, তিনি সুকেশের কাছ থেকে গুচির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতা, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছেন।

অন্যদিকে সুকেশ জানান, জ্যাকুলিনকে সাত কোটি টাকার গয়না দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যাকুলিনের বোনকে এক কোটি টাকা ধার দেওয়ার প্রস্তাব আর একটি বিএমডব্লিউ গাড়িও দিয়েছেন। জ্যাকুলিনের মাকে দিয়েছেন একটি পোর্শে, পরিবারের সবার ব্যবহারের জন্য একটি দামি ইতালিয়ান গাড়িও দিয়েছেন বলে দাবি করেছেন সুকেশ।  

তবে আদালতে জ্যাকুলিন জানান, সুকেশ তাকে ধোঁকা দিয়েছেন। তার আবেগ নিয়ে খেলেছেন। তার জীবন নরক বানিয়ে দিয়েছেন, তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।