ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

টালিগঞ্জে আগুন, দাউদাউ করে জ্বলছে স্টুডিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
টালিগঞ্জে আগুন, দাউদাউ করে জ্বলছে স্টুডিও

কলকাতার টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কলকতার আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটি জানায়, দাউদাউ করে জ্বলছে স্টুডিওর একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। এরইমধ্যে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

কী কারণ আগুন লাগল স্টুডিয়োটিতে, তা এখনও জানতে পারেনি দমকল বাহিনী। এখন পর্যন্ত হতাহতের খবর নেই, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এদিকে স্টুডিওর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্টুডিও হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তুর রয়েছে সেখানে। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে আতঙ্কিত এলাকাবাসী।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। যে কারণে আরও কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হতে পারে।


বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ১৯ , ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।