ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ফ্রড-দ্য বাটপার’-এ নাম লেখালেন ববি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
‘ফ্রড-দ্য বাটপার’-এ নাম লেখালেন ববি ইয়ামিন হক ববি

আবারো নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন হালের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমার নাম ‘ফ্রড-দ্য বাটপার’।

সিনেমাটি নির্মাণ করবেন শফিক হাসান। সম্প্রতি ববি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এর কাহিনি ও সংলাপ করেছেন দেলোয়ার হোসেন দিল।

সিনেমাটিতে ববি অভিনয় করবেন একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর চরিত্রে, যার পুরো পরিবার ইতালি থাকলেও দেশপ্রেমের কারণে সে বাংলাদেশেই থাকে। সিনেমাটি নিয়ে আশাবাদী এই ববি।

নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো শফিক ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। গল্পটা দেশপ্রেমের ওপর। আমার খুব ভালো লেগেছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদেরও পছন্দ হবে।

গেল সপ্তাহেই লন্ডনের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ববি। সম্প্রতি তিনি ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন।

এছাড়া শেষ করেছেন ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং। আসছে মার্চ মাসের প্রথম সাপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।