ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সরকারি স্বীকৃতিতে খুশি মেহজাবিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
সরকারি স্বীকৃতিতে খুশি মেহজাবিন মেহজাবিন চৌধুরী

অনান্য বছরগুলোর মতো এবারো সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।

অভিনেত্রী মেহজাবিনসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার। এটাকে বছরের শেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ফেসবুকে এরকটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। সেখানে সরকারিভাবে প্রদান করা ক্রেস্ট-এর ছবি ধরে রয়েছেন।  

সেরা করদাতার কারণেই মেহজাবিনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে সরকারি তরফে। ছবিতেও দেখা গেল এই স্বীকৃতি পেয়ে বেশ খুশি অভিনেত্রী।

গেল ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পান মেহজাবিন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, গায়ক ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।