ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দর্শকদের অনুরোধ, কনসার্টে প্রকাশ হলো অর্থহীনের অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
দর্শকদের অনুরোধ, কনসার্টে প্রকাশ হলো অর্থহীনের অ্যালবাম ফিনিক্সের ডায়েরি-১ অ্যালবামের পোস্টার প্রদর্শন/ ছবি: রাজীন চৌধুরী

দীর্ঘ বিরতির পর দর্শকদের জন্য পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করলো জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। যার নাম ‘ফিনিক্সের ডায়েরি-১’।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অ্যালবামটি প্রকাশ করার কথা থাকলেও এর একদিন আগেই দর্শকদের অনুরোধে উন্মুক্ত করা হয়েছে অ্যালবামটি৷

বুধবার (২৮ ডিসেম্বর) ‘ঢাকা রক ফেস্ট ৩.০’র শেষ দিনে অংশ নেয় ব্যান্ড অর্থহীন। মঞ্চে উঠেই দলটির ভোকাল বেসবাবা সুমন তাদের পরিবেশনার দুটি অংশে ভাগে করে উপস্থাপন করার কথা জানান। প্রথম অংশে নিজেদের কয়েকটি গান গেয়ে শোনায় সুমন। এরপর দ্বিতীয়ভাগে ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর ট্রেলার প্রকাশ ও দুটি গান বাজিয়ে কনসার্টের আগত শ্রোতাদের শোনানো হয়।  

এতে অ্যালবামটি নিয়ে শ্রোতাদের উচ্ছ্বাস আরো বেড়ে যায়। তারা অনুরোধ জানায়, যাতে এই মঞ্চে অ্যালবামটি প্রকাশ করা হয়। অবশেষে শ্রোতাদের অনুরোধ রাখতেই নির্ধারিত সময়ের একদিন আগেই প্রকাশ করা হলো ‘ফিনিক্সের ডায়েরি-১’।

যদিও ইতোমধ্যেই অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। যা মুক্তির পর অর্থহীন ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।

ব্যান্ডের ম্যানাজার টিটু বলেন, অর্থহীন তার ভক্তদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্যই আমাদের এই চেষ্টা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভক্ত রয়েছে। তাদের কথা মাথায় রেখেই কাজ করা হয়েছে। আশা করছি গানগুলো শুনে কেউ হতাশ হবে না।  

জানা গেছে, অ্যালবামের প্রথম গানের নাম ‘আমার এ গান’। নতুন গানে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুমন ও অর্থহীন ব্যান্ডের বাকি সদস্যরা। ‘আমার এ গান’র ভিডিওটি সুমনের গল্প ও চিত্রনাট্যে নির্মাণ হয়েছে। যেটি পরিচালনা করেছেন আশফাক বিপুল। ৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে অর্থহীনের সদস্যদের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

২০১৮ সালে ‘কারণ তুমি অমানুষ’-এর পর অর্থহীনের কোনো নতুন গান আসেনি। ব্যান্ডটির সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ বিরতির পর আবারো নতুন অ্যালবাম প্রকাশ করলো অর্থহীন। ‘ফিনিক্সের ডায়েরি-১’ অ্যালবামে থাকছে আটটি গান। এর মধ্যে ৪টি গান থাকবে ভিডিওসহ।  

বর্তমানে অর্থহীন ব্যান্ডের লাইনআপে রয়েছেন- সুমন (গায়ক, বেজ গিটার), শিশির (গিটার, কিবোর্ড), মার্ক ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার)।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।